'২০২০ সালে সিজার করে কেউ মারা যায় শুনেছেন?' ক্ষতিপূরণ নয়, শাস্তি চায় মৃত প্রসূতির পরিবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Feb 2020 11:42 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মৃতার পরিজনদের সাথে বৈঠকে হাসপাতাল কতৃপক্ষ, আইনি সহায়তার সিদ্ধান্ত পরিবারের |অজ্ঞাত পরিচয় ব্যক্তি যিনি নিজেকে নিরাপত্তা রক্ষী বলে দাবি করেন তার সাথে পরিবারের লোকের বচসা ও হাতাহাতি হয় । ঘটনার জেরে হাসপাতালে যথেষ্ট উত্তেজনা রয়েছে। "ডাক্তারের সাথে আমরা এখনো কথা বলতে বলতে পারিনি। আমরা আইনি সহায়তা নেবো" জানালেন মৃতার আত্মীয়। চিকিত্সার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে একবালপুরের সিএমআরআই-তে হাসপাতালে উত্তেজনা। মৃতের নাম পিঙ্কি ভট্টাচার্য। বছর তেত্রিশের ওই প্রসূতি হাওড়ার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, গতকাল পুত্রসন্তানের জন্ম দেন পিঙ্কি। পরিবারের দাবি, হাসপাতালের তরফে তাদের জানানো হয়, মা ও নবজাতক সুস্থ রয়েছে। ভোররাতে প্রসূতির মৃত্যুর খবর জানানো হয়। চিকিত্সার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে সকালে হাসপাতালে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।