বাংলার করোনা পরিস্থিতি দেখতে রাজ্যে ২ কেন্দ্রীয় দল, ‘অযৌক্তিক, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী’ সমালোচনা মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Apr 2020 04:24 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কলকাতা সহ রাজ্যের ৭টি জেলায় ঘুরবে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, এ রাজ্যে বাজার, রেশন দোকান, ব্যাঙ্কের বাইরে সামাজিক দূরত্ব না মেনে দীর্ঘ লাইন, স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের উপর চড়াও হওয়ার ঘটনা এবং ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি যাত্রী সহ যাতায়াতের মতো লকডাউন বিধিভঙ্গের একাধিক ঘটনা ঘটে চলেছে। কেন্দ্রের মতে, এর জেরে হটস্পট বলে চিহ্নিত বা সম্ভাব্য হটস্পটগুলিতে ব্যাপক হারে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। কেন্দ্রের দাবি, বিধিভঙ্গের ফলে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে কড়াকড়ি না করলে সংক্রমণ ব্যাপক আকার নিতে পারে। এই কারণেই বাংলার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে রাজ্য সরকারকে উপযুক্ত পরামর্শ দিতে এবং জনস্বার্থে কেন্দ্রীয় সরকারকেও পূর্ণাঙ্গ পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দিতে রাজ্যে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এক্ষেত্রে প্রত্যাশিত যে, রাজ্যই কেন্দ্রীয় দলকে পরিদর্শনের জন্য যাবতীয় প্রয়োজনীয় পরিষেবা দেবে। জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।