Manish Shukla's Murder Update: রাজভবনে যাচ্ছেন মণীশ শুক্লের বাবা, অর্জুন সিংহ-সহ ৪ জনের প্রতিনিধি দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2020 07:53 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজভবনে যাচ্ছেন মণীশ শুক্লের বাবা-সহ ৪ জনের প্রতিনিধি দল। থাকবেন অর্জুন সিংহও। এস এন ব্যানার্জি রোডেই রাখা হচ্ছে মণীশ শুক্লের মৃতদেহ, নিয়ে যাওয়া হচ্ছে না রাজভবনে। রাজভবনে যাচ্ছেন মণীশের বাবা, পুলিশের সঙ্গে কথা বলে জানালেন অর্জুন সিংহ। এনআরএস হাসপাতাল থেকে বিজেপি নেতা মণীশ শুক্লের দেহ রাজভবনে নিয়ে যাওয়ার পথে তাঁদের আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি কর্মীদের। মণীশ শুক্লের দেহ নিয়ে যাওয়া যাবে না রাজভবনে, স্পষ্ট জানিয়ে দেয় পুলিশ। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।