ফি মুকুবের দাবিতে পিকনিক গার্ডেনের স্কুলে উত্তেজনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2020 08:01 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ফি মুকুবের দাবিতে পিকনিক গার্ডেনের স্কুলে উত্তেজনা| অভিভাবকদের দাবি গত এপ্রিল ও মে মাসে পঠনপাঠন না হওয়ায় তাঁরা ফি দেবেন না| কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে তাঁদের জানানো হয় সময়ে ফি না দিলে লেট ফাইন নেওয়া হবে| এই পরিস্থিতিতে অভিভাবকেরা আজ স্কুলে স্মারকলিপি জমা দিতে যান|