Reporter Stories: রোজভ্যালিকাণ্ডে রাজ্য পুলিশের তিন কর্মীকে তলব সিবিআইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Nov 2019 03:19 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
রোজভ্যালিকাণ্ডে রাজ্য পুলিশের তিন কর্মীকে তলব করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, ওই তিনজনের মধ্যে ২ জন ইন্সপেক্টর ও একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার। ২০১২ সালে সেবির তরফে বাগুইআটি থানায় অভিযোগ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বাগুইআটিতে রোজভ্যালির দফতরে গেলে সেবির অফিসারদের ঢুকতে দেওয়া হয়নি। সেবির অভিযোগ, ওই দফতরে বেআইনি ব্যবসা চালাত। সিবিআই জানিয়েছে, সেবির অভিযোগের ভিত্তিতে কোনও স্থানীয় পুলিশ কোনওপ্রকার সাহায্য করেনি। এফআইআর দায়ের না করে স্রেফ জেনারেল ডায়েরি করে ছেড়ে দেওয়া হয়।