স্কুলে মিড ডে মিলের সঙ্গে ‘জয় বাংলা’ লেখা মাস্ক বিলি সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2020 06:43 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিড ডে মিলের সঙ্গে এবার স্কুলে স্কুলে মাস্ক। জয় বাংলা লেখা দুই রঙের মাস্ক বিলি খুদে পড়ুয়াদের। দীর্ঘ ৬ মাস ধরে বন্ধ স্কুল। তারই মধ্যে পড়ুয়াদের জন্য দু’রঙের মাস্ক বিলি করল সরকার। প্রতিটি মাস্কের ওপর লেখা জয় বাংলা। প্রায় ১ কোটি ২০ লক্ষ পড়ুয়াকে মাস্ক বিলি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ক্লাস এইট পর্যন্ত মিড ডে মিলের সঙ্গে আপাতত অভিভাকদের হাতে দেওয়া হবে এই মাস্ক।