Anish Khan Death: আনিস-মৃত্যুর প্রতিবাদে আজ ফের পাঁচলায় এসপি অফিসের সামনে বিক্ষোভ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কাল তোলা হবে আনিসের (Anish Khan) দেহ। সকাল ৮টায় আনিসের দেহ তুলবে সিট (SIT)। ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠানো হবে আনিসের দেহ’, আনিসের বাড়িতে গিয়ে জানালেন সিটের সদস্যরা। ৮টা নয়, সকাল ১০টায় সিটকে আসতে বলল আনিসের পরিবার।
আনিস-মৃত্যুর প্রতিবাদে পাঁচলায় এসপি অফিসের সামনে ফের বিক্ষোভ। ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকির নেতৃত্বে চলে বিক্ষোভ।
আনিসকাণ্ডে (Anish Khan Death) রাজনীতির অভিযোগে কাল পাল্টা পথে টিএমসিপি। বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলে কাল পথে তৃণমূল ছাত্র পরিষদ। কাল দুপুর ১টায় রামলীলা ময়দান থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল। বিরোধীদের বিরুদ্ধে রাজ্যে অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগ।
রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ ইউক্রেন। আজ রাতে ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।
ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের এয়ারলিফট অভিযান অব্যাহত। ভারতীয়দের নিয়ে দিল্লিতে পৌঁছল বিশেষ বিমান।