Anish Khan Death: 'অশান্তি নয়, ছেলের ন্যায়বিচার চাই', আনিসকাণ্ডে পাঁচলায় ধুন্ধুমার প্রসঙ্গে আনিসের বাবা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআনিস মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র-যুব সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পাঁচলা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। গ্রেফতার মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ কয়েকজন।
অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে বন্ধ করে দেওয়া হল পুলিশ সুপারের অফিস। একের পর এক পুলিশের গাড়িতে ভাঙচুর। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ।
‘হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে আনিস হত্যাকাণ্ডের তদন্ত করছে সিট। কিন্তু আমতা থানা ও এসপি অফিসে রোজ হিংসাত্মক আন্দোলন করা হচ্ছে। তদন্তকে ভুল পথে চালনা এবং বিলম্ব করার চেষ্টা চলছে’, ফেসবুক পোস্টে অভিযোগ রাজ্য পুলিশের (West Bengal Police)।
"আমি অশান্তি চাইনি, চাইব না। দেশবাসী কী করছে না করছে তা আমি জানি না। আমি আমার ছেলের জন্য ন্যায়বিচার চাই", বললেন আনিস খানের বাবা।
হাইকোর্টের নির্দেশে আজ সিটের (SIT) সদস্যরা ম্যাজিস্ট্রেটকে নিয়ে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিস খানের মৃতদেহ আনতে যান। কিন্তু আদালতের নির্দেশকে সম্পূর্ণ অগ্রাহ্য করে তাদের বাধা দেওয়া হয়। ট্যুইট করে জানাল রাজ্য পুলিশ।
আনিসকাণ্ডে কলেজ স্ট্রিটে বিক্ষোভ কংগ্রেসের। মৃত্যু নিয়ে রাজনীতি, কটাক্ষ কুণাল ঘোষের।