নজরে ৯ চটজলদি: বিজেপির 'ডবল ইঞ্জিন' সরকারকে খোঁচা অভিষেকের, ফের ঘাসফুলে রাজীব | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App"ত্রিপুরায় নিঃশব্দ বিপ্লব শুরু। বিপ্লব দেব এখন বিগ ফ্লপ। আজ খুঁটিপুজো, ২৩-এ বিজেপিকে বিসর্জন", হুঙ্কার অভিষেকের (Abhishek Banerjee)। "জামানত বাজেয়াপ্ত হবে", পাল্টা সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।
"বিজেপির ডবল ইঞ্জিন মানে রাজ্য়েও চুরি, কেন্দ্রেও চুরি। ভবিষ্যতে দিল্লি পরিচালনা করবে ত্রিপুরা। ২০২৩ সাল মাটি আঁকড়ে পড়ে থাকব", হুঁশিয়ারি অভিষেকের। "লাভ হবে না", পাল্টা বিজেপি।
তৃণমূলকে আটকাতে ১৪৪ ধারা। করোনা পরীক্ষার গাইডলাইন বদল। সভা বাতিল। "ভয় কীসের?", কটাক্ষ অভিষেকের। "বাংলা থেকে লোক নিয়ে গিয়ে ত্রিপুরায় সভা", পাল্টা সুকান্ত (Sukanta Majumder)।
"নভেম্বরে বারবার আসব ত্রিপুরায়"। ডিসেম্বের আস্তাবল ময়দানে সভা মমতার (Mamata Banerjee)। ঘোষণা অভিষেকের। "বারবার যান, কে বারণ করেছে", পাল্টা বিজেপি।