নজরে ৯ চটজলদি: মঙ্গলবারই খুলছে স্কুল, 'হাজিরায় কড়াকড়ি নয়', সঙ্গে অন্য় খবর | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাটল সব আইনী জট। ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল (School)। হাইকোর্টে বহাল রাজ্যের সিদ্ধান্ত। অভিযোগ থাকলে কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ।
পড়ুয়াদের স্কুলে পাঠানো নিয়ে সিদ্ধান্ত নেবেন অভিভাবকরাই। জোর করবে না সরকার। জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, "কোভিড বিধি সংক্রান্ত আমাদের কাছে যা নির্দেশিকা আছে তা আমরা পালন করছি। কোনও ছাত্রদের জোর করা হচ্ছে না যে স্কুলে আসতেই হবে। কোনও অভিভাবক যদি মনে করেন, তাঁর সন্তানদের পাঠাবেন না তাতেও আমাদের কোনও আপত্তি নেই।"
মঙ্গলবার থেকে স্কুল খোলার আগে সোমবার থেকে বাড়ল মেট্রোর (Metro) সংখ্যা। সোমবার সকাল সাড়ে ৭টার বদলে ৭টা থেকে চলবে মেট্রো। সোম থেকে শুক্র ২৬৬টির বদলে চলবে ২৭২টি মেট্রো। ২১৪টি থেকে বেড়ে শনিবার মিলবে ২২০টি মেট্রো।
হাওড়া থেকে মুম্বই, চেন্নাই ও পুরী রুটে হাইস্পিড ট্রেন চালুর করার সিদ্ধান্ত রেল মন্ত্রকের। প্রস্তুতি শুরুর নির্দেশ। হাইস্পিড ট্রেনের (High Speed Train) সর্ব্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। দেশের ৮টি রুটে চালানো হবে এই ট্রেন।