Corona Vaccine: করোনার টিকাকরণে ‘এগিয়ে’ বিজেপিশাসিত রাজ্যগুলি, খবর কেন্দ্রীয় সরকার সূত্রে | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোভিড ভ্য়াকসিনেশনে অনেক এগিয়ে বিজেপি (BJP) শাসিত রাজ্য। পিছিয়ে বিরোধী শাসিত রাজ্যগুলি, খবর সূত্রের। হিমাচল, গোয়া, গুজরাতে যেখানে ভ্যাকসিনেশনের হার ১০০%-র কাছাকাছি, সেখানে অনেক পিছিয়ে বাংলা বা মহারাষ্ট্র। এমনই তথ্য কেন্দ্রীয় সরকার সূত্রে।
ক্রমশ বাড়ছে আতঙ্ক। ১৩টি দেশে ওমিক্রন সংক্রমণ। ইংল্যান্ড, জার্মানি, ইতালি, কানাডা সহ ১৩টি দেশে সংক্রমণ। বুস্টার ডোজ নিয়ে দুই সপ্তাহের মধ্য়ে সিদ্ধান্তের সম্ভাবনা। অতিরিক্ত ডোজ নিয়েও সিদ্ধান্তের সম্ভাবনা। খবর সূত্রের।
ওমিক্রন সংক্রমণের মধ্য়েই কেন্দ্রের নতুন নির্দেশ। বিপজ্জনক কোনও দেশ থেকে এলেই উড়ানের সব যাত্রীর বাধ্যতামূলক কোভিড পরীক্ষা।
বাদল অধিবেশনে বিশৃঙ্খলা তৈরির জন্য শীতকালীন অধিবেশনে সাসপেন্ড রাজ্যসভার ১২জন সাংসদ। দোলা সেন, শান্তা ছেত্রী-সহ ১২ জন রাজ্যসভার সাংসদ সাসপেন্ড। কংগ্রেসের ৬ জন সাংসদ, সিপিএমের একজন সাংসদ সাসপেন্ড। গোটা অধিবেশনের জন্য শিবসেনার ২ জন সাংসদ সাসপেন্ড।