Najare 9 : 'একবারও বলেননি নির্দোষ, এখন বলছেন ফাঁসানো হয়েছে', পার্থ প্রসঙ্গে দিলীপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jul 2022 11:34 PM (IST)
মন্ত্রিত্ব ও দলীয় পদ হারিয়ে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়।
"যা হয়েছে তার জন্য উনি নিজেই দায়ী। ষড়যন্ত্র আবার কী ?" মন্তব্য সৌগত রায়ের।
"একবারও বলেননি নির্দোষ, এখন বলছেন ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে, কে চক্রান্ত করছে, সেটাও মানুষের জানার দরকার আছে। উনি তো আর বাঁচতে পারবেন না। ওঁকে তো সাজা ভুগতেই হবে। সেই জন্য যারা জড়িত তাদেরও সামনে নিয়ে আসতে হবে।" মন্তব্য দিলীপ ঘোষের।