Corona Update: নজরে ৯ চটজলদি: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৪৫১, কলকাতায় ফের চালু হবে সেফ হোম, জানালেন মেয়র। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। রাজ্যে এক দিনে সংক্রমিত ৩ হাজার ৪৫১। শুধু কলকাতাতেই আক্রান্ত প্রায় ২০০০। কলকাতাতে আক্রান্ত ১ হাজার ৯৫৪ জন। ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা বাড়ল ১২০০ জন।
কলকাতায় চালু হবে কনটেনমেন্ট জোন। সংক্রমিতের ১৭ শতাংশের উপসর্গ রয়েছে। ফের চালু করা হবে সেফ হোম। জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
আর আহমেদ ডেন্টাল কলেজের করোনা পরিস্থিতি ভয়াবহ। স্বাস্থ্যভবনকে চিঠি। পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা।
করোনা আক্রান্ত পাণ্ডুয়া গ্রামীন হাসপাতালের এক নার্সিং স্টাফ ও দ্বারকাবাসিনী স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক। ইতিমধ্যেই আইসোলেশনে পাঠানো হয়েছে নার্সিং স্টাফকে। সচেতনতা পাণ্ডুয়া।
বেসরকারি হাসপাতালগুলিকে এক সপ্তাহের মধ্যে কোভিড বেড বাড়াতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। মোট বেডের ৩০ শতাংশ কোভিডের জন্য বরাদ্দ করতে বলা হয়েছে। প্রয়োজনে ৬০ শতাংশ বেড প্রস্তুত রাখার নির্দেশ। করোনা রোগীর পরিষেবায় স্বাস্থ্যকর্মীদের পুনরায় প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ।