নজরে ৯ টা চটজলদি: কলকাতায় একদিনে আক্রান্ত ১ হাজার ৮৭৯, কনটেনমেন্ট জোন বাড়িয়ে ৩৩। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে কমল দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে আক্রান্ত ৯ হাজার ৩৮৫। মৃত্যু ৩৩ জনের। কলকাতায় একদিনে ১ হাজার ৮৭৯জন করোনা আক্রান্ত। উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ১১জনের মৃত্যু। কলকাতায় কনটেনমেন্ট জোন বাড়িয়ে ৩৩ টি করা হল, জানালেন মেয়র।
করোনা আবহে উদ্বেগ বাড়িয়ে দেশে দৈনিক মৃত্যুর হার বাড়ল প্রায় ২০ শতাংশ। প্রায় সাড়ে তিন শতাংশ বাড়ল সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। গতকালের তুলনায় কমল ওমিক্রন সংক্রমণের হার।
মার্চ থেকেই দ্বাদশোর্ধ্বদের টিকা। অনুমোদন দিয়েছে DCGI। খবর সূত্রের। ফেব্রুয়ারিতেই ১৫ থেকে ১৭ বছর বয়সীদের টিকাকরণ শেষ হওয়ার সম্ভাবনা।
গঙ্গাসাগর কলকাতার কাছে তাও নামমাত্র সংক্রমণ। করে দেখিয়েছে ডায়মন্ড মডেল। দাবি অভিষেকের। খোঁচা অভিষেকের।
কাল থেকে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা যাবে জিম। কাল থেকে রাত ৯টা পর্যন্ত ৫০ শতাংশ উপস্থিতিতে জিম খোলায় অনুমতি। আউটডোরে ৫০ শতাংশ দর্শক নিয়ে যাত্রায় অনুমতি রাজ্য সরকারের। কাল থেকে রাত ৯টা পর্যন্ত ৫০ শতাংশ দর্শক নিয়ে যাত্রায় অনুমতি। হলের মধ্যে অনুষ্ঠানে ৫০ শতাংশ দর্শক কিংবা ২০০জন পর্যন্ত দর্শকে ছাড়। করোনা বিধি মেনে ফিল্ম-টিভির আউটডোর শ্যুটিংয়ে ছাড়।
করোনা আবহে ২৮ দিন পিছিয়ে গেল কলকাতা বইমেলা। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কলকাতা বইমেলা।৩১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল বইমেলা।মুখ্যমন্ত্রীর সঙ্গে কথার পর জানিয়ে দিল গিল্ড।ক’দিন চলবে বইমেলা? কাল গিল্ডের বৈঠকে সিদ্ধান্ত।