Nojore 9 ta : মমতা-শাহ একান্ত বৈঠক, শুভেন্দুর জমি অভিযোগ, দিনের গুরুত্বপূর্ণ সব খবর। Bangla News
ABP Ananda
Updated at:
18 Dec 2022 12:25 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনবান্নে অমিত শাহর সঙ্গে আলাদা বৈঠক মুখ্যমন্ত্রীর। নবান্নের ১৪ তলায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। মধ্যাহ্নভোজের পরেই ১৪ তলায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে পৌঁছে যান অমিত শাহ। বৈঠকে যোগ দিতেও মূল গেটে না গিয়ে নবান্নর ভিভিআইপি গেটে ঢোকে শাহর কনভয়। অমিত শাহ নামলে সেখানেই তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।
এরাজ্যে বিএসএফ-এর ৭২টি চৌকি করার জন্য জমি দিচ্ছে না সরকার। অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠকে আলোচনা হয়েছে এবিষয়েই। দাবি শুভেন্দু অধিকারীর।
দেখে নিন সারাদিনের সব গুরুত্বপূর্ণ খবর। চটজলদি নজরে ৯ টা।