Nojore 9ta: গরুপাচার নিয়ে কতটা ওয়াকিবহাল ছিলেন অনুব্রত? জেরায় জানতে চায় সিবিআই I Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Aug 2022 10:33 PM (IST)
গরুপাচার নিয়ে কতটা ওয়াকিবহাল ছিলেন অনুব্রত? দেহরক্ষী সায়গলের ফোনে এনামুল বা লতিফের সঙ্গে কথা হয়েছিল? জানতেন আর্থিক লেনদেনের বিষয়? জেরায় জানতে চায় সিবিআই। অনুব্রত মণ্ডলকে জেরার আগে আদালতের নির্দেশমতো আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাল সিবিআই। মেডিসিন, কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং সার্জেন আছেন মেডিক্যাল বোর্ডে।