Speed News: অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি, বাংলায় তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2022 11:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি। গোপালপুর থেকে ৪৯০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড়। পুরী থেকে ৫৭০ কিমি দূরে ঘূর্ণিঝড়। উত্তর-পশ্চিম অভিমুখে এগোচ্ছে 'অশনি'। দীঘায় উত্তাল সমুদ্র। অশনি-র প্রভাবে কলকাতায় দফায় দফায় বৃষ্টি। উপকূলের জেলাগুলিতেও বৃষ্টি।
ঘূর্ণিঝড় অশনির জেরে বাংলায় তেমন প্রভাব পড়ার সম্বাবনা নেই। ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানাল হাওয়া অফিস। তবে উপকূলবর্তী জেলাগুলোতে অশনি-র জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা ।
অল্পের জন্য প্রাণে বাঁচলেন মৎসজীবীরা। ওড়িশার বেরহামপুরের গঞ্জাম জেলার ছত্রপুরের আরিয়াপল্লিতে সমুদ্রে ডুবে যায় নৌকা। কোনওক্রমে সাঁতরে প্রাণে বাঁচলেন মৎসজীবীরা।