Speed News: ঘূর্ণিঝড় 'অশনি'-র আশঙ্কা, মুখ্যমন্ত্রীর সফরসূচিতে বদল । Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশক্তিবৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল ঘূর্ণিঝড় ‘অশনি’। বিশাখাপত্তনম থেকে ৮১০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘অশনি’। পুরী থেকে ৮৮০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘অশনি’ ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে পৌঁছবে ‘অশনি’। উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে সমান্তরালভাবে এগোবে ঘূর্ণিঝড়। উপকূলবর্তী জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে কলকাতা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
পিছোচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। ১০ থেকে ১২ মে ছিল প্রথম দফার সফর। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। দুটি করে প্রশাসনিক বৈঠক ও দুটি করে রাজনৈতিক কর্মসূচি ছিল। সফর বদল করে ১৭,১৮,১৯ এই তিন জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘বাংলা জিততে চান? আগে বাংলার মানুষের মন জিততে হবে’। ট্যুইট বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, এটায় বিতর্কের কিছু নেই, বাংলা জিততে হলে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের মন জয় করতে হবে এটাই বলেছি। বাংলার মানুষের মন জয় করতে পারি নি তাই আমরা হেরেছি। মানুষ কী চাইছে, মানুষ আমাদের কাছ থেকে কি প্রতাশ্যা করছেন সেটা জানতে হবে।“
বারাসাত সাংগঠনিক জেলায় আরও ভাঙন বিজেপিতে। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে ফের গণ ইস্তফা। জেলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ। জেলা কমিটি থেকে ইস্তফা আরও ৫ সদস্যের। এক সপ্তাহে ২০ জনের জেলা কমিটি থেকে ইস্তফা। পদ না পেয়ে মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি বিজেপি জেলা সভাপতির।