Najare 9 : রাজপুর-সোনারপুর, বারুইপুর পুরসভায় ৫ নির্দল প্রার্থী বহিষ্কার তৃণমূলের |Bangla News
abp ananda
Updated at:
21 Feb 2022 11:30 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনদিয়ার চাকদায় শুভেন্দুর (Suvendu Adhikari) প্রচার ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বিরোধী দলনেতার তুমুল বচসা। পুলিশের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ।
তৃণমূলের প্রতীক না পেয়ে নির্দল প্রার্থী, এবার দক্ষিণ ২৪ পরগনায় বহিষ্কার। দক্ষিণ ২৪ পরগনার ২ পুরসভার ৫ নির্দল প্রার্থীকে তৃণমূল থেকে বহিষ্কার। রাজপুর-সোনারপুর, বারুইপুর পুরসভায় ৫ নির্দল প্রার্থী বহিষ্কার।
মুর্শিদাবাদের ১৮ জন নির্দল প্রার্থীকে তৃণমূল থেকে বহিষ্কার। মুর্শিদাবাদের ৫টি পুরসভার ১৮জন নির্দল প্রার্থীক বহিষ্কার। এখনও পর্যন্ত ১০৮টি পুরসভায় ১৯৯জন নির্দল প্রার্থী বহিষ্কার।