দলের যুব সংগঠনের নেত্রীকে 'আপত্তিজনক ছবি ও মেসেজ' পাঠানোর অভিযোগে অপসারিত তৃণমূল নেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2020 01:03 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দলের যুব সংগঠনের নেত্রীকে আপত্তিজনক ছবি ও মেসেজ পাঠানোর অভিযোগে পদ থেকে অপসারিত তৃণমূল নেতা। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার ঘটনা। অভিযোগ উত্তর বারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ণমূল সভাপতি সম্প্রতি দলের যুবতৃণমূল নেত্রীর হোয়াটস আপা নম্বরে আপত্তিজনক ছবি ও মেসেজ পাঠান, এই নিয়ে দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানান ওই যুব তৃণমূল নেত্রী।