Anupam Hazra: ফলক-বিতর্কে উপাচার্যকে তীব্র আক্রমণ অনুপম হাজরার, 'ভণ্ড বিজেপি' বলে কটাক্ষ
ABP Ananda
Updated at:
07 Nov 2023 09:18 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বভারতীতে তৃণমূলের মঞ্চে গিয়ে চড়া সুরে আক্রমণে অনুপম হাজরা। ফলক-বিতর্কে উপাচার্যকে তীব্র আক্রমণ, ভণ্ড বিজেপি বলে কটাক্ষ। 'যেতে ইচ্ছে হলে তৃণমূলে চলে যেতে পারে, এটা পার্টির কথা নয়। অনুব্রতর বাড়িতে মাছের ঝোল-ভাত খেয়ে হজম হয়েছে তো?' শান্তিনিকেতনে তৃণমূলের মঞ্চে যাওয়ায় অনুপমকে কটাক্ষ শমীকের। রাজ্য অফিসে বসা টিয়া পাখি বলে শমীককে পাল্টা আক্রমণে অনুপম।