Calcutta High Court: 'বিচার কোন জাদুকাঠি নয় যে, এখনই চাইলে এখনই হবে', কেন এই মন্তব্য হাইকোর্টের বিচারপতির?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'আদালত রেকর্ডের ওপর ভিত্তি করে কাজ করে। বিচার কোন জাদুকাঠি নয় যে, এখনই চাইলে এখনই হয়ে যাবে, এটা ধাপে ধাপে হয়। অনেকে মনে করেন, তাঁরা যাকে মনে করছেন, তাঁকেই শাস্তি দিতে হবে', এটাই সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কাছে সব থেকে বড় সমস্যা, মন্তব্য বিচারপতির।
জয়নগরকাণ্ডে কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ। কাল কল্যাণী এইমসে এসিজেএম-এর উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশ। পকসো আইনে মামলা রুজুর নির্দেশ কলকাতা হাইকোর্টের। 'কল্যাণী এইমসে পরিকাঠামো না থাকলে কল্যাণী জেএনএম হাসপাতালে হবে ময়নাতদন্ত। কল্যাণী এইমসের চিকিৎসকরাই জেএনএম হাসপাতালে গিয়ে ময়নাতদন্ত করবেন। কল্যাণী জেএনএম হাসপাতালের কোনও চিকিৎসক বা কর্মী ময়নাতদন্ত প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না', মৃতদেহের চালান-সহ সবকিছু কল্যাণী এইমসের সুপারকে হস্তান্তরের নির্দেশ।