IT Raid: ঝাড়খণ্ডে সাংসদের বাড়িতে 'যকের ধন'! | নোটে ভরা আলমারি | ABP Ananda LIVE
ABP Ananda
Updated at:
11 Dec 2023 08:34 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঝাড়খণ্ড-ওড়িশা-বাংলায় আয়কর হানা, বাজেয়াপ্ত আলমারি ভর্তি ৩৫৪ কোটি টাকা! ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের বাড়ি-অফিসে টাকার পাহাড়, ৩৫৪ কোটির হদিশ!
রাঁচির রেডিয়াম রোডে ধীরজের বাড়িতে এখনও আয়কর তল্লাশি। ধীরজ সাউয়ের অফিস, গুদাম, কারখানা, হোটেল, হাসপাতালে আইটি রেড। ৩৫৪ কোটি - এক দফায় এটাই এখনও পর্যন্ত সবথেকে বেশি টাকা উদ্ধার, দাবি আয়কর দফতরের। টানা আয়কর হানা, সপরিবারে জয়পুরে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছেন ধীরজ, খবর সূত্রের।
পারিবারিক ও ব্যবসার টাকা, আলমারি ভর্তি বান্ডিল বান্ডিল নোট নিয়ে দাবি পরিবারের, খবর সূত্রের। আলমারি ভর্তি কাঁড়ি কাঁড়ি ১০০-২০০-৫০০ টাকার নোট।