Sare 7tay Saradin : কর্মশিক্ষায় ৭৫০ শূন্যপদে শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের দাবিতে মামলা
ABP Ananda
Updated at:
16 Nov 2022 10:09 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্কুলে গ্রুপ ডি তদন্তে সিবিআই সিট ভেঙে নতুন সিট তৈরি করল হাইকোর্ট। সিবিআই-সিট থেকে ২জনকে সরিয়ে যুক্ত করা হল ৪জনকে। সিবিআই খুব আস্তে আস্তে কাজ করছে পর্যবেক্ষণ বিচারপতির।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিটের নেতৃত্ব দেবেন আগের ডিআইজি অখিলেশ সিংহ। সাতদিনের মধ্যে অখিলেশ সিংহকে আনতে হবে, বদলি করা যাবে না। ছ’মাস কেটে গেলেও তদন্তে অগ্রগতি না হওয়ায় অসন্তোষপ্রকাশ বিচারপতির।
কর্মশিক্ষায় ৭৫০ শূন্যপদে শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের দাবিতে মামলা। হঠাৎ কেন কর্মশিক্ষায় ওয়েটিং লিস্টের প্রার্থীদের চাকরি? প্রশ্ন মামলাকারীর। সিবিআই তদন্ত ঠেকাতে ঘুরপথে চাকরি নিয়োগ হচ্ছে বলে অভিযোগ। কাল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শুনানি।