RG Kar Protest: আজ ফের রাত দখল, বিচার চেয়ে রাস্তায় গোটা রাজ্য়। ABP Ananda Live
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর-মামলার শুনানি। আর জি কর-মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। কাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না।
আর জি-কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে সুখেন্দুশেখর রায়। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের চোখে জল! দিল্লিতে মোমবাতি হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদের। বাস্তিল দুর্গ পতন স্মরণ করানোর পর মর্যাদা নিয়ে বাঁচার ডাক। আজ ফের সোশাল সাইটে পোস্ট সুখেনদুশেখর রায়ের। 'আর জি কর মেডিক্যাল তথ্যপ্রমাণ লোপাট করতে সময় দেওয়া হয়েছে, গোটা ঘটনায় পরিকল্পিত ও নেপথ্যে চক্রান্ত রয়েছে, এভাবে বিচারের দীর্ঘসূত্রিতা মেনে যাওয়া যায় না।', তোপ সুখেন্দশেখরের।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজ ফের রাত দখল। বিচারের দাবিতে মিছিল করে এসে নিউটাউনে বিশ্ব বাংলা গেটে জমায়েত তথ্য প্রযুক্তি কর্মীদের।