Sare Sattai Saradin: সীমান্তে BSF-কে কাঁটাতার দিতেও বাধা BGB-র
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBangladesh News: BSF-এর উপর চড়াও বাংলাদেশিরা।পাচারকারীদের ধাওয়া করতেই হামলা।অস্ত্র কাড়ার চেষ্টা, উত্তাল বাংলাদেশ। তারমধ্যেই সীমান্তে ক্রমাগত উস্কানি বাংলাদেশের। এবার হামলাকারীদের ধরতে গিয়ে আক্রান্ত জওয়ানরা।
বাগুইআটিকাণ্ডে এখনও অধরা 'তোলাবাজ' কাউন্সিলর:
এদিকে, আক্রান্ত প্রোমোটারকে ফের হুমকির অভিযোগ। বারাসাত কোর্ট চত্বরে আক্রান্ত প্রোমোটারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রোমোটার কিশোর হালদার। তদন্ত শুরু করেছে পুলিশ। গত ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাগুইআটিতে আক্রান্ত হন এই প্রোমোটার। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনও অধরা। ২১ দিন পরেও অধরা তিনি। প্রাণনাশের আশঙ্কা আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের। গতবছর ডিসেম্বর মাসে দাবি মতো তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট দিয়ে বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। ঘটনার পর তিন সপ্তাহ কাটতে চললেও এখনও অধরা অভিযুক্ত কাউন্সিলর। তাঁর দুই সঙ্গী ধরা পড়েছে পুলিশের হাতে।