শারদ আনন্দ ২০২০: করোনাকালে পুজোর বাজেট কমাল উল্টোডাঙ্গা করবাগান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Oct 2020 05:15 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নিউ নর্মালে ষষ্ঠীতে করোনা বিধি মেনে চলছে পুজো। প্যান্ডেলে সেই চেনা ভিড় উধাও। বারুইপুর রিয়াল স্টার ও উল্টোডাঙা করবাগানের পুজো ঘুরে দেখলেন সন্দীপ সরকার ও হিন্দোল দে। বারুইপুর রিয়াল স্টারে প্যান্ডেল রাজস্থানের কেল্লার আদলে। আর করবাগান কমিয়েছে তাদের বাজেট।