শারদ আনন্দ ২০২০: নবমীর সকালে হোম-আহুতি, সন্ধ্যায় আরতি, জমজমাট পুজোর শেষদিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Oct 2020 08:16 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নবমীর সকালে বিশেষ পুজো, হোম-আহুতির পর চলছে প্যান্ডেলে-প্যান্ডেলে ঠাকুর দেখা। তবে মাথায় অবশ্যই রাখতে হয়েছে করোনা বিধি।আর কয়েক ঘণ্টা রাত পোহালেই দশমী। অর্থাৎ মায়ের বিদায় বেলা। তাই করোনা-কালে সতর্কতা মেনেই প্যান্ডেলে-প্যান্ডেলে বাড়ছে জমায়েত। যদিও আগের বারের সেই ভিড় এবার নবমীতে চোখে পড়েনি। এদিকে তিথি মেনেই জলপাইগুড়ির এক মণ্ডপে চলছে সন্ধ্যারতি।