Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
শারদ আনন্দ ২০২০: যোদ্ধার সাজে সজ্জিতা দেবী প্রতিমা, রায়ের ঠেলায় ভিড় কমল কৃষ্ণনগর রাজবাড়ির পুজোয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2020 10:42 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আড়াইশো বছরের বেশি প্রাচীন নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ির পুজো। রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই পুজোর প্রচলন। একচালা প্রতিমা রাজরাজেশ্বরী হিসেবে পূজিতা। প্রতিমার যুদ্ধবেশ। দেবী এখানে বাহন সিংহের আদল ঘোড়ার মতো। তবে করোনা আবহে দুর্গা প্রতিমার এবার উচ্চতা প্রায় দেড় ফুট ছোট করা হয়েছে। এবার আদালতের নির্দেশে এবার ভিড় কমেছে রাজবাড়ীতে পুজোয়। রাজবাড়ির প্রধান প্রবেশ পথও বন্ধ রাখা হয়েছে। ছোট গেট দিয়ে অল্প সংখ্যক দর্শনার্থীদের ধাপে ধাপে ঢুকতে দেওয়া হচ্ছে। নাট মন্দিরের পুজো দালানে যেখানে মূর্তি রয়েছে তার অন্য প্রান্তে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে।