‘তৃণমূলের চুনোপুটি নেতারা তো ঘুরে বেড়াচ্ছে’, পুলিশি বাধা নিয়ে মন্তব্য সুকান্ত মজুদারের, পাল্টা অর্পিতা ‘সাংসদ হলেই সব জায়গায় যাওয়া যায় না, অনুমতির প্রয়োজন’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2020 02:03 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদকে বাধা দেওয়ার অভিযোগ উঠল। বিজেপি সূত্রে খবর, আজ সকালে হিলিতে ভারত-বাংলাদেশ সীমান্তে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর উদ্দেশ্য ছিল, ওই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা। কিন্তু পুলিশ তাঁকে সকাল ১০টা নাগাদ বালুরঘাটের মঙ্গলপুর ডিএভি স্কুলের সামনে আটকে দেয়। সুকান্ত সেখানেই দাঁড়িয়ে পড়েন। সূত্রের খবর, এরপর সুকান্তের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিজেপি সাংসদের দাবি, রাজনৈতিক কারণেই তাঁকে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, কোথাও সাংসদ গেলে লকডাউন অমান্য করে ভিড় হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণেই সাংসদকে যেতে নিষেধ করা হয়েছে। তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানিয়েছেন, সাংসদের উচিত ছিল আগে জেলা প্রশাসনের অনুমতি নেওয়া।