Belgharia News: বেলঘরিয়ায় জনবহুল এলাকায় দুষ্কৃতী তাণ্ডব । গুলিবিদ্ধ ডাক্তার দেখাতে আসা যুবক
ABP Ananda LIVE: ভরসন্ধেয় বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরের জনবহুল এলাকায় শ্যুটআউট। গুলিবিদ্ধ আগরপাড়ার টেক্সম্যাকো কারখানার INTTUC-র সম্পাদক বিকাশ সিং-সহ ২ জন। বিকাশের পেটে গুলি লাগে। তাঁকে RG কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।পানিহাটি থেকে ডাক্তার দেখাতে এসে গুলিবিদ্ধ হন সন্তু দাস নামে এক যুবক। তাঁর হাতে গুলি লেগেছে। ওই যুবক সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ি থেকে ১০০ মিটার দূরে চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা বিকাশ সিং। অভিযোগ, বাইকে চড়ে এসে হেলমেট পরা ৩ দুষ্কৃতী তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায়। পালানোর
সময় দুষ্কৃতীদের গুলিতে জখম হন আরও একজন। ২-৩ রাউন্ড । গুলি চলেছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া বাইক দুষ্কৃতীদের কি না খতিয়ে দেখছে পুলিশ। আতঙ্কিত স্থানীয়রা।
কী কারণে গুলি, খতিয়ে দেখছে বেলঘরিয়া থানার পুলিশ।
All Shows
































