Jhargram News: ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, ঠিকাদার ও তাঁর লোকজনের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, এবার ঝাড়গ্রামে । রোলারের যন্ত্রাংশ চোর সন্দেহে ঝাড়গ্রামে পিটিয়ে খুন । ২২ জুন জামবনিতে চোর সন্দেহে গণপিটুনি, আজ মৃত্যু
ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে মৃত্যু টোটোচাল কের । অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তদন্তে পুলিশ । ঠিকাদার ও তাঁর লোকজনের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের
রাজভবনে কর্মরত মহিলা শ্লীলতাহানির অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে। এবার সেই অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের অপসারণ চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে তদন্ত চলছিল। সেই ইন্দিরারই অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্যপাল। পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলেরও অপসারণ চেয়েছেন তিনি। (CV Ananda Bose)
এ নিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "রাজ্যপাল এত উদ্বিগ্ন হয়ে উঠেছেন কেন? ওঁর বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করেছেন। আইন অনুযায়ী তার তদন্ত হওয়া উচিত কি না? যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি আইনি রক্ষাকবচ নিয়ে বসে থাকবেন, তার পর তদন্তকারীকে সরিয়ে দিতে বলবেন, এটা কি দেশের আইন? এটা কি মেনে নেওয়া যায়?" (Vineet Goyal)