Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar News: পুলিশের মার থেকে রেহাই পেলেন না চিকিৎসকরাও ! | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: আরজি কর হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে যাওয়া বিভিন্ন মেডিক্যাল কলেজের চিকিৎসকদের ব্যাপক মারধর করল পুলিশ। চুলের মুঠি ধরে তাঁদের হাসপাতাল চত্বর থেকে বের করে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রীর নির্দেশে RG কর সংলগ্ন ৩.৫ একর জমিতে নতুন ভবন গড়ে তোলা হবে বলে খবর নবান্ন সূত্রে। আরজি করের জায়গা বাড়াতে এই ভবন গড়ে তুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভবনের একটি ফ্লোরের নামকরণ হবে নিহত মহিলা চিকিৎসকের নামে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, ফিরহাদ হাকিম ও পুলিশকে নিয়ে বৈঠক। বিকেল ৪টেয় এই বৈঠক হবে নবান্নে, সেখানেই এ নিয়ে হবে সিদ্ধান্ত।
মধ্যরাতে ফুড ডেলিভারি সংস্থায় ডিনার অর্ডার দিয়েছিলেন নিহত কর্মরত চিকিৎসক। নিহত চিকিৎসক অর্ডার দেওয়া খাবার খেয়েছিলেন সহকর্মীদের সঙ্গে। ডিনারের পর রেস্ট রুমে চলে যান ওই চিকিৎসক। রাত ৩টে পর্যন্ত বিশ্রাম নিয়েছেন চিকিৎসক. প্রমাণ মিলেছে এমনটা। সিসিটিভি-তে জনাচারেকের গতিবিধি দেখা গিয়েছিল একই ফ্লোরে। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ, একজনের কথায় অসঙ্গতি মেলে। ঘটনাস্থলে মেলে ব্লু টুথ হেডফোন। সিসিটিভি-তে দেখা যায় গলায় হেডফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়। ৩০ মিনিটের ব্যবধানে সেমিনার রুম থেকে বেরনোর সময় হেডফোন ছিল না সঞ্জয়ের কাছে, জানা যাচ্ছে পুলিশ সূত্রে।