Swargorom Plus :দুর্গাপুরের বেসরকারি মেডিক্য়াল কলেজের নির্যাতনের ঘটনায়, রাজ্যজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কঠিন শাস্তির দাবীতে সরব নির্যাতিতার বাবা-মা
ABP Ananda LIVE : মেয়ের স্বপ্নপূরণ করতে ভিন রাজ্য থেকে এই বাংলায় ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন বাবা-মা,ভাবতেও পারেননি, এই ভয়ঙ্কর অবস্থা হবে। এই রাজ্যে আবার গণধর্ষণের অভিযোগ, আবার মেডিক্যাল পড়ুয়া।দুর্গাপুরের বেসরকারি মেডিক্য়াল কলেজের এই ঘটনায় তোলপাড়। রাজ্যজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কঠিন শাস্তির দাবীতে সরব নির্যাতিতার বাবা-মা।প্রতিবাদে সরব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম।
সুরক্ষার প্রশ্ন ভোটাধিকারেও। ERO-দের নিয়োগে কেন বেনিয়ম, মুখ্যসচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন।আর এখানেই ২৬ এর নির্বাচনের কথা মনে করিয়ে 'খেলা-মেলা' নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সৌগত রায়ের।
আরও পড়ুন...
WB News Live Update: 'আমরা নিশ্চিত করছি, অপরাধীদের কেউ ছাড় পাবে না', দুর্গাপুরের ঘটনায় কড়া বার্তা রাজ্য পুলিশের
দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, কড়া বার্তা রাজ্য পুলিশের। 'দুর্গাপুরে ওড়িশার ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় আমরা দুঃখিত'। 'আমরা নিশ্চিত করছি, অপরাধীদের কেউ ছাড় পাবে না'। 'নির্যাতিতার যন্ত্রণা যেমন ওড়িশার, তেমন আমাদেরও'। 'অপরাধীদের বিচারের কাঠগড়ায় আনতে সব কিছু করা হবে'। 'নির্যাতিতা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, পরিবারকে সব রকম সাহায্য করা হচ্ছে'। 'সবাইকে অনুরোধ, যাচাই না করে এ বিষয়ে কোনও কিছু পোস্ট করবেন না'। 'মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশের জিরো টলারেন্স নীতি'। সোশাল মিডিয়ায় বার্তা পশ্চিমবঙ্গ পুলিশের ।
All Shows






























