Swargorom: শিলিগুড়িতে দিনে-দুপুরে দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার খোদ ডেপুটি মেয়র | ABP Ananda Live

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: শিলিগুড়িতে দিনে-দুপুরে দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার খোদ ডেপুটি মেয়র । গাড়ি থামিয়ে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে খুনের হুমকির অভিযোগ। প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় হুমকি, অভিযোগ শিলিগুড়ির ডেপুটি মেয়রের। '৪০ বছর ধরে রাজনীতি করেছি, এমন আগে দেখিনি'। বাম আমলেও অনেক আক্রমণ, কিন্তু এই ঘটনা বিশ্বাস করতে পারছি না, মন্তব্য তৃণমূল নেতার। ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
কোনও পোস্টে লেখা, অভিষেককে মানুন। ED, CBI-এর ভয়ে গদ্দার , শুভেন্দুর সঙ্গে লুকায়িত সম্পর্ক ছাড়ুন...! কোথাও আবার লেখা হয়েছে,আগামীকে মানতে হল। কেউ লিখেছেন, আগামীকে মানতে হবে অধিনায়ক অভিষেক ব্য়ানার্জি জিন্দাবাদ। শনিবার ভুতূড়ে ভোটারের প্রসঙ্গ ছাড়িয়ে, কার্যত ছাব্বিশের লড়াইয়ের ব্লু প্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা।আর এরপর থেকেই সোশাল মিডিয়াজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসছে। কেউ লিখছেন, আজকে যা বুঝলাম আগামীকে মানতেই হবে আগামী তৈরি!এন্ট্রিটা কেমন হল নামটা মনে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি পোস্ট করে লিখেছেন, পোলা তো নয় আগুনের গোলা। কেউ লিখেছেন, ওদের বলে দিও, ফ্যাম আগেই বলেছিল 'আগামীকে মানতে হবে'জয়তু অধিনায়ক।
বহিষ্কৃত তৃণমূল নেতা ও ওয়েবকুপার প্রাক্তন সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল লিখেছেন, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস আইটি সেল প্রধান বলেন দেবাংশু ভট্টাচার্য বলেন, তৃণমূলের নবীণ প্রজন্মের মুখে যখন একথা, তখন প্রবীনরা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কৃতিত্ব স্বীকার করেও বলছেন, শেষকথা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই। তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,'মানা আর অমানার ব্যাপার নয়। সবাইকে নিয়ে আমরা চলছি। সবাই একসাথে রয়েছি। কারণ সবার মাথার উপরে মমতাদি আছে। অভিষেকের সেনা মানেই তো তৃণমূলের সেনা। কারণ মমতাদির এবং অভিষেক তারা তো তৃণমূলই।