কলকাতা: এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং তাঁর স্ত্রী। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল সাড়ে তিন হাজারের গণ্ডী।
বুধবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৪৫৫। মঙ্গলবার ৩ হাজার ৩৭০ জনের শরীরে করোনার হদিশ মেলে। তবে, বৃহস্পতিবারের পরিসংখ্যান সে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৮৪ হাজার ৩০। গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একদিন বাদ দিয়ে প্রতিদিনই রাজ্যে মৃতের সংখ্যা ষাট পেরিয়েছে। স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৬৩। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৪৩৯।
দৈনিক করোনা সংক্রমণে রাজ্যের মধ্যে কলকাতা এগিয়ে থাকলেও, একদিনে মৃত্যুর নিরিখে ফের কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৭৬৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সেখানে উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৭১৭ জন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। আর উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৬ জনের।
এদিকে, এদিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায়ের। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণের গতি, যাচ্ছে প্রাণ। এরই মাঝে সামান্য কমেছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৭০ জন। এই নিয়ে রাজ্যে মোট সুস্থ হলেন ২ লক্ষ ৪৯ হাজার ৭৩৭ জন। সুস্থতার হার বুধবারের তুলনায় সামান্য কমে হয়েছে ৮৭ দশমিক ৯৩ শতাংশ।
করোনা: রাজ্যে দৈনিক সংক্রমণে ফের রেকর্ড, আক্রান্ত রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও তাঁর স্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Oct 2020 09:23 PM (IST)
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায়ের। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
uncategorized (uncategorized) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -