ঝাড়খণ্ডের লাতেহারে মাওবাদী আইইডি বিস্ফোরণে নিহত ৬ পুলিশকর্মী, আহত আরও ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jun 2018 11:05 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ফের মাওবাদী হানায় রক্তাক্ত ঝাড়খণ্ডের লাতেহার। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কালা পাহাড় অঞ্চলে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে অন্তত ৬ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। জখন হয়েছেন আরও ৫ জন। সূত্রের খবর, নিহতরা সকলেই মাওবাদী দমনে গঠিত ঝাড়খণ্ড সশস্ত্র পুলিশের জাগুয়ার ফোর্সের সদস্য ছিলেন। যখন হামলা হয়, তখন উপস্থিত ছিলেন লাতেহার ও গাড়োয়ার পুলিশ সুপার।