মেধা তালিকা প্রকাশ না করেই ভর্তির তোড়জোড়, অস্বচ্ছতার অভিযোগ তুলে এবার বিক্ষোভে প্রেসিডেন্সির পড়ুয়ারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jul 2018 09:53 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেধা তালিকা প্রকাশ না করেই ভর্তির তোড়জোড় শুরু হওয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে একজোট প্রেসিডেন্সির সবকটি ছাত্র ইউনিয়ন। রাতভর ঘেরাও রেজিস্ট্রার, ৪ ডিন, অধ্যাপক ও অশিক্ষক কর্মীরা। অভিযোগ, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ভর্তি প্রবেশিকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্সিতে মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না। পড়ুয়াদের দাবি, মেধা তালিকা প্রকাশিত না হওয়ায় অস্বচ্ছতার অভিযোগ থাকছে। পাশাপাশি, কাউন্সেলিং-এর জন্য ফি ১০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এর প্রতিবাদে আজ দুপুরে সাধারণ সভার ডাক দিয়েছে ছাত্র ইউনিয়নগুলি। মেধা তালিকা প্রকাশ এবং বর্ধিত কাউন্সেলিং ফি মকুব করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে