গুজরাত রাজ্যসভা নির্বাচনে জয়ী আহমেদ পটেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Aug 2017 11:54 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
গুজরাত রাজ্যসভা নির্বাচনে বাজিমাত কংগ্রেসের। ৪৪ ভোট পেয়ে জয়ী আহমেদ পটেল। ৪৪ ভোট পেয়ে রাজ্যসভায় যাওয়া পাকা করেন সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিব। গতকাল জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারা ও অতীতে সুপ্রিম কোর্টের রায় তুলে বিক্ষুব্ধ ২ কংগ্রেস বিধায়কদের ভোট অবৈধ বলে জানিয়ে দেয় নির্বাচন কমিশন।কমিশনের এই সিদ্ধান্ত মানতে চায়নি বিজেপি। কিন্তু ২টি ভোট বাতিল হওয়ায় মোট ভোটারের সংখ্যা ১৭৬ থেকে কমে ১৭৪ হয়ে যায়। গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ কংগ্রেস কমিশনে প্রথমে অভিযোগ জানায়। দফায় দফায় কংগ্রেস-বিজেপির সওয়াল জবাবের পর রাত ১২টা নাগাদ কমিশনে ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়। এরপরে রাত ১২.৪০-এ বিজেপির আপত্তিতে ফের গণনা স্থগিত হয়ে যায়। রাত ১টায় ফের কমিশনে ফের ভোট গণনা শুরু হয়। রাত ১.৫০-এ আহমেদ পটেলকে জয়ী ঘোষণা করা হয়। জয়ের পর পটেল বলেন, এটা শুধু আমার জয় নয়। এই জয় অর্থ এবং পেশি শক্তি বিরুদ্ধে সত্যের জয়। অন্যদিকে মানরক্ষার লড়াইতে পরাজয়ের পর গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন, এই জয় কংগ্রেসের তিক্ত জয়। কংগ্রেসে ভাঙন স্পষ্ট। আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে তার প্রভাব পড়বে বলেও তাঁর দাবি।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in