মরা মুরগির মাংসের কারবারের অভিযোগে গাইঘাটায় আটক যুবক, উদ্ধার ব্যাগভর্তি মরা মুরগি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবনগাঁ, বাগদার পর এবার গাইঘাটা। মরা মুরগি পাচারের অভিযোগে উত্তর ২৪ পরগনায় জালে আরও ১। ধৃত সন্দীপ বিশ্বাস গাইঘাটারই বাসিন্দা।
গাড়ি করে মরা মুরগি নিয়ে যাওয়ার সময় সোমবার তাঁকে ধরে ফেলেন গাইঘাটার হাঁসপুরের বাসিন্দারা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৩ ব্যাগ মরা মুরগি। সেগুলি গাইঘাটার একটি পোলট্রি ফার্ম থেকে বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি অভিযুক্তের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগেও ওই ব্যক্তিকে একাধিকবার মরা মুরগি নিয়ে যেতে দেখা গেছে।
ভাগাড়কাণ্ড সামনে আসার পর তাঁকে এই বিষয়ে সতর্কও করা হয়। কিন্তু অভিযোগ, এদিন অন্য রাস্তা দিয়ে মরা মুরগি নিয়ে যেতে গিয়ে ধরা পড়ে যান ওই ব্যক্তি।
এর আগে ২৭ মে, বাগদার কুমারখোলা গ্রামে একটি পোলট্রি ফার্ম থেকে মরা মুরগি পাচারের অভিযোগ ওঠে। পোলট্রি ফার্মের কর্মীকে ঝাঁটাপেটা করেন স্থানীয়রা।
২৫ মে বনগাঁ থেকে আটক করা হয় মরা মুরগির এক কারবারিকে। উদ্ধার হয় ৫-৬টি ব্যাগ ভর্তি মরা মুরগি।
এবার মরা মুরগির আতঙ্ক ছড়াল গাইঘাটায়।