Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
'২০১৯ লোকসভা ভোটে ৫০% আসন চাই-ই চাই,' দলীয় বৈঠকে টার্গেট ঠিক করে দিলেন অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jun 2018 04:54 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
‘২০১৯ লোকসভা ভোটে ৫০% আসন চাই-ই চাই।’ বাংলায় এসে টার্গেট ঠিক করে দিলেন অমিত শাহ। ‘কোনও অজুহাত শোনা হবে না, উনিশের জন্য ঝাঁপান।’ দিলীপ-রাহুলদের জানিয়ে দিলেন অমিত শাহ। ‘১০০% আসনকে লক্ষ্য করে নামতে হবে ময়দানে। তবেই ৫০ শতাংশ আসন জয় সম্ভব।’ এমনটাই জানিয়েছেন অমিত শাহ। ‘যেখানে বিজেপি মার খেয়েছে, কেন খেয়েছে? যেখানে বিজেপি ভোট করাতে পারল, কীভাবে পারল?’
রাত সাড়ে ৯টার মধ্যে দিলীপদের জবাব তলব অমিতের। ‘তৃণমূলের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্নই নেই। পঞ্চায়েত ভোটের পর প্রধানমন্ত্রীর বাংলা নিয়ে মন্তব্য। অন্য কোনও রাজ্য সম্বন্ধে এমন বলেননি প্রধানমন্ত্রী। এতেই অবস্থান স্পষ্ট, নরম অবস্থান নেওয়ার প্রশ্নই নেই।’ দলীয় বৈঠকে বিজেপির অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ।
রাত সাড়ে ৯টার মধ্যে দিলীপদের জবাব তলব অমিতের। ‘তৃণমূলের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্নই নেই। পঞ্চায়েত ভোটের পর প্রধানমন্ত্রীর বাংলা নিয়ে মন্তব্য। অন্য কোনও রাজ্য সম্বন্ধে এমন বলেননি প্রধানমন্ত্রী। এতেই অবস্থান স্পষ্ট, নরম অবস্থান নেওয়ার প্রশ্নই নেই।’ দলীয় বৈঠকে বিজেপির অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ।