এজবাস্টনে বৃষ্টির ভ্রূকুটি, চিন্তায় ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jun 2017 09:24 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শুক্রবার এজবাস্টনে বৃষ্টির জন্য নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ ড্র হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হলে কী হবে? সেক্ষেত্রে যে দল প্রথমে ফিল্ডিং করবে, তাদের সুবিধা হবে। কারণ, ডাকওয়ার্থ-লুইস নিয়মে ওভার সংখ্যা এবং টার্গেট কমে গেলে যে দল পরে ব্যাট করবে তারা পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করতে পারবে। বৃষ্টির জন্য যদি আগামীকাল ভারত ও পাকিস্তান এক পয়েন্ট করে পায়, তাহলে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে হলে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে ভারতকে।