আগুন লাগালে কেউ পার পাবে না, আইন আইনের পথে চলবে, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2017 04:21 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অনেক হয়েছে, আর বরদাস্ত করা হবে না। আগুন লাগালে কেউ পার পাবে না। আইন আইনের পথে চলবে। মোর্চা আন্দোলনের প্রেক্ষিতে দার্জিলিং ম্যালে দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বললেন, আজই শুরু হবে জিটিএ-র হিসাব খতিয়ে দেখার কাজ। মুখ্যমন্ত্রী জানান, পাহাড় থেকে পর্যটকদের বিনা ভাড়ায় কলকাতা পৌঁছনোর ব্যবস্থা হয়েছে। পর্যটকদের সাহায্যের জন্য ম্যালে তৈরি হয়েছে বিশেষ হেল্প ডেস্ক। অনেক বিদেশি পর্যটক রয়েছেন, তাই ঝুঁকি না নিয়েই নামাতে হয়েছে সেনা। মুখ্যমন্ত্রীর ঘোষণা, পাহাড়ের আইনশৃঙ্খলা দেখার জন্য জাভেদ শামিম, অজয় নন্দ ও সিদ্ধিনাথ গুপ্ত এই তিন আইপিএস-কে নিয়ে তৈরি হয়েছে কমিটি। পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গতকালের ঘটনায় আহত পুলিশকর্মীর চিকিত্সার দায়িত্ব নেবে রাজ্য সরকার।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV http://www.abpananda.abplive.in