চন্দনগরের ছায়া চণ্ডীতলায়। ফের একবার একই পরিবারের চার সদস্যের দেহ উদ্ধার। অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 May 2017 10:18 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমা...বাবা...ভাই...বোন...হুগলির চণ্ডীতলায় একই ঘর থেকে একই পরিবারের চারজনের ঝুলন্ত দেহ উদ্ধার। যা মনে করিয়ে দিচ্ছে চন্দননগরকে।
গত বছরের ৮ অগাস্ট , হুগলিরই চন্দননগরের মদনমোহনতলায় উদ্ধার হয় একই পরিবারের চার জনের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী, ছেলে-মেয়েকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হন গৃহকর্তা। স্থানীয়রা দাবি করেন, বাজারে প্রচুর দেনা থাকাতেই পরিবারের সদস্যদের খুন করে আত্মহত্যার পথে হাঁটেন ব্যবসায়ী।