ভারতী ঘোষের প্রাক্তন দেহরক্ষী 'ফেরার'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jul 2018 07:33 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ভারতী ঘোষের প্রাক্তন দেহরক্ষী 'ফেরার' মুম্বই পুলিশের হেফাজত থেকে ফেরার পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের প্রাক্তন দেহরক্ষী। ফেরার অভিযুক্তর নাম, সুজিত মণ্ডল। দাসপুরের ব্যবসায়ীর কাছে থেকে সোনা লুঠের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।
ঘটনায় অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক তাঁর প্রাক্তন দেহরক্ষী সুজিত মণ্ডল। অভিযুক্তর সোনারপুরের বাড়িতে বেশ কয়েকবার তল্লাশিও চালানো হয়। কিন্তু সুজিতকে পাওয়া যায়নি। সিআইডি-র চার্জশিটে পলাতক বলে উল্লেখ করা হয়েছে তাঁকে।
সিআইডি-র দাবি, এরই মাঝে ১৩ জুলাই খবর আসে, দাসপুরে সোনা লুঠের মামলায় অভিযোগ করার জন্য মুম্বই থেকে মামলার এক সাক্ষীকে ভয় দেখাচ্ছেন এবং মামলা প্রভাবিতর কররা চেষ্টা করছেন সুজিত। ওই সাক্ষীকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছে। আইডির কাছ থেকে অভিযোগ পেয়ে মুম্বইয়ের এলটি মার্গ থানার পুলিশ বৃহস্পতিবার আটক করে সুজিত মণ্ডলকে। টকের খবর পেয়ে মুম্বই যায় সিআইডি-র একটি দল। তবে তার আগেই পুলিশ হেফাজত থেকে ওই অভিযুক্ত পালায় বলে দাবি সিআইডি-র।
ঘটনায় অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক তাঁর প্রাক্তন দেহরক্ষী সুজিত মণ্ডল। অভিযুক্তর সোনারপুরের বাড়িতে বেশ কয়েকবার তল্লাশিও চালানো হয়। কিন্তু সুজিতকে পাওয়া যায়নি। সিআইডি-র চার্জশিটে পলাতক বলে উল্লেখ করা হয়েছে তাঁকে।
সিআইডি-র দাবি, এরই মাঝে ১৩ জুলাই খবর আসে, দাসপুরে সোনা লুঠের মামলায় অভিযোগ করার জন্য মুম্বই থেকে মামলার এক সাক্ষীকে ভয় দেখাচ্ছেন এবং মামলা প্রভাবিতর কররা চেষ্টা করছেন সুজিত। ওই সাক্ষীকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছে। আইডির কাছ থেকে অভিযোগ পেয়ে মুম্বইয়ের এলটি মার্গ থানার পুলিশ বৃহস্পতিবার আটক করে সুজিত মণ্ডলকে। টকের খবর পেয়ে মুম্বই যায় সিআইডি-র একটি দল। তবে তার আগেই পুলিশ হেফাজত থেকে ওই অভিযুক্ত পালায় বলে দাবি সিআইডি-র।