শিশুদের কাজে লাগিয়ে মোবাইল চুরি, কামারহাটিতে পুলিশের জালে আন্তঃরাজ্য পাচার চক্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Mar 2018 10:51 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বাসে-ট্রামে-কিংবা ট্রেনে, হঠাৎ পিছন থেকে সজোরে ধাক্কা। ভাবছেন, এ তো আখছারই হয়, এ আর নতুন কী। কিন্তু না, বিষয়টি মোটেই হালকাভাবে নেওয়ার মতো নয়। এক ধাক্কাতেই আপনার পকেট হয়ে যেতে পারে ফাঁকা! কীভাবে? দেখুন।