জিডিপি-র হার গত চার বছরে সবচেয়ে কমে হতে পারে ৬.৫ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jan 2018 08:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
জিডিপি বৃদ্ধির হার গত চার বছরে সবচেয়ে কম হতে পারে ২০১৭-১৮ অর্থবর্ষে। এমনই আশঙ্কার ইঙ্গিত দিল কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস। ২০১৬-১৭য় জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.১ শতাংশ। ২০১৫-১৬ বর্ষে ছিল ৮ শতাংশ। ২০১৪-১৫ অর্থবর্ষে তা ছিল ৭.৫ শতাংশ। ২০১৪ সালের মে মাসে কেন্দ্রে সরকার গড়েন নরেন্দ্র মোদী। তারপর থেকে জিডিপি হারে পতন দেখা যাচ্ছে। সেই প্রবণতা বজায় রেখে ২০১৭-১৮ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশে নেমে যেতে পারে বলে জানাল সেন্ট্রাল স্ট্যাটিস্টকস অফিস (সিএসও)। এটা মূলত কৃষি ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে খারাপ ফলের জের বলে দেখা হচ্ছে।
জিডিপি বৃদ্ধির হার গত চার বছরে সবচেয়ে কম
জিডিপি বৃদ্ধির হার গত চার বছরে সবচেয়ে কম