ফিল্মি কায়দায় কুলতলি থেকে ৭ জলদস্যু পাকড়াও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Dec 2016 05:18 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ফিল্মি কায়দায় মাতলা নদীতে ঝাঁপ দিয়ে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে ৭ জলদস্যুকে পাকড়াও করল পুলিশ। ধৃতদের কাছ থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারাল অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মাতলা নদী সংলগ্ন জ্ঞানেরচক গ্রামে অভিযান চালায় পুলিশ। নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে জলদস্যুরা। ধাওয়া করে নদীতে নেমে ৭ জলদস্যুকে পাকড়াও করে পুলিশ। এরা ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় লুঠপাট চালাত। মত্স্যজীবীদের বন্দি করে আদায় করত মুক্তিপণও। ধৃতদের মধ্যে ৫ জন বাসন্তী, একজন ক্যানিং ও একজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এদের কাছ থেকে মিলেছে ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪২ রাউন্ড গুলি, চপার ও ছুরি