ধারাবাহিক ‘কে আপন কে পর’-এ ফের বিয়ে জবা-পরমের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Nov 2017 10:36 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ধারাবাহিক ‘কে আপন কে পর’ এ আবার বিয়ে হল জবা আর পরমের। জবাকে বিপদ থেকে বাঁচাতেই পরম ডাক্তার শ্রীবাস্তব সেজে জবাকে বিয়ে করল। তন্দ্রা, পালকের সন্দেহ হলেও তাদের হাতে কোনও প্রমান নেই । এবার জবার নতুন ঠিকানা, শ্রীবাস্তব হাউস