ভূস্বর্গে তুষারপাত, বরফে ঢাকা ডাল লেক দেখতে ভিড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Dec 2016 06:15 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
তুষারে ঢাকা ভূস্বর্গ। প্রবল ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। বহু জায়গায় পারদ নেমেছে হিমাঙ্কের বেশ কয়েক ডিগ্রি নিচে। জমে বরফ ডাল লেকের একাংশ। নীল পাহাড়ের কোলে বরফে ঢাকা লেক দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। এসেছে পরিযায়ী পাখির দল। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নামবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। তবে বরফ পড়ায় কাশ্মীর উপত্যকায় জনজীবন বিপর্যস্ত। পাইপে বরফ জমে যাওয়ায় ব্যাহত পানীয় জল সরবরাহ। কমেছে যান চলাচল।